পাচারকৃত অর্থ ফেরাতে ৭ আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশনা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে বছরের শাসনামলে শেখ হাসিনার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনতে ৭টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও ল-ফার্মের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) চুক্তি করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। পাচারকৃত অর্থ উদ্ধারে গঠিত টাস্কফোর্স ব্যাংকগুলোর সাথে সমন্বয় করবে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি অর্থ পাচারের অভিযোগে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে, তাদের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল ও সামিটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।