ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৩ জনের জামিন নামঞ্জুর


৬ অক্টোবর ২০২৫ ১৭:৫৩

সংগৃহীত

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন এবং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।

 

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে হরিণাকুন্ডু ও কালীগঞ্জ আমলি আদালতে শিবির কর্মী হত্যা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ চারটি পৃথক মামলায় জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মুক্তার হোসেন জানান, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ এবং আ. লীগ কর্মী রাকিবুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেন। পরে হরিণাকুন্ডু আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ ও কালীগঞ্জ আমলি আদালতের বিচারক ওয়াজিদুর রহমান হত্যাসহ পৃথক চারটি মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।