শেরপুরে আ. লীগ নেতার জামিন, প্রতিবাদে ছাত্র-জনতার অবস্থান ও বিক্ষোভ

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের গোপনীয় জামিনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদ পরিবার।
সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডিসি গেট অবরোধ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে চন্দন পালের জামিনে সহযোগিতাকারী বিচারক, পিপি, জিপি এবং জামিনদাতাদের জবাবদিহি, অপসারণ, শাস্তির দাবিসহ ৭ দফা দাবি জানান আন্দোলনকারীরা। এ সময়, প্রায় তিন ঘণ্টা অবস্থানের কারণে আদালত চত্বর, পুলিশ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের কাজকর্ম স্থবির হয়ে যায়। পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদূর রহমান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্তের আশ্বাস দেন।
এ সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান ৭ দফা দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন এবং দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান। কর্মসূচিতে এনসিপির জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের আশ্বাসে বেলা ১২টার দিকে কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে স্থগিত করে আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে যেকোনো সময় এমন হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।