ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, সন্ধ্যা ৬টায়


৬ অক্টোবর ২০২৫ ১৭:৩৬

সংগৃহীত

শেষ হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ চলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

 

২৩ পরিচালক নির্বাচনে ভোটাধিকার ছিলো ১৯১ জন কাউন্সিলের। সেখানে ‘সি’ ক্যাটাগরিতে ভোট দিয়েছেন ৪৪ জন। যেখানে লড়ছেন সাাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল।

 

ক্লাব ক্যাটাগরিতে ১২ পরিচালক নির্বাচনে ভোট দিয়েছেন ৪৩ জন। যেখানে ফারুক আহমেদ, ইফতেখার মিঠু, ইশতিয়াক সাদেকরা লড়ছেন। এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৮ জন।

 

গতকাল রোববার (৫ অক্টোবর) আদালতের রায়ে ১৫ ক্লাব ভোটাধিকার ফিরে পাওয়ায় সমীকরণ বদলে যায় ভোটের।

 

অনেকটা সাজানো গোছানো নির্বাচনে কারা হচ্ছেন ২৫ পরিচালক, তা প্রায় অনুমেয়। সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে তাদের তালিকা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসবেন দুই পরিচালক। এরপর সেই ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি।

 

দুই সহ-সভাপতির একজন হতে পারেন নাজমুল আবেদীন ফাহিম। তবে আরেকজন কে হচ্ছেন, তা নিয়ে চলছে আলোচনা। ভোটেই নির্ধারিত হবে সেই নাম।