ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


পূর্বাচলে ৩শ ফিট সড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি


২ অক্টোবর ২০২৫ ১৪:৪৩

সংগৃহীত

পূর্বাচল ৩শ ফিট সড়কে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

 

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সড়কের বালু ব্রিজ সংলগ্ন মস্তুল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

বক্তারা অভিযোগ করেন, পূর্বাচল তিনশো ফিট সড়ক নির্মাণকালে মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। অথচ এ অঞ্চলের দুই পাশে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও আবাসন প্রকল্প। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। কিন্তু সড়কটিতে নেই কোনো পুলিশ বক্স, জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ। ফলে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকের ধাক্কায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণ।

 

স্থানীয়দের দাবি, সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শুধু মস্তুল এলাকায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৬ জন। শুধু গত দুই মাসেই এই সড়কে মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার ও ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, রাজধানীর কুড়িল প্রগতি সরণি থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার বিস্তৃত পূর্বাচল তিনশো ফিট সড়ক প্রতিদিনই পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। চৌদ্দ লেনবিশিষ্ট এ সড়কে গাড়ি চলে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে। উল্টোপথে গাড়ি চলা, নিরাপত্তাহীন রাস্তা, ফুটওভার ব্রিজের অভাব এবং জেব্রা ক্রসিং না থাকায় পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন।

 

তাদের অভিযোগ, বসুন্ধরা আবাসন প্রকল্প এলাকায় প্রতিটি পয়েন্টে ওভারব্রিজ নির্মাণ হলেও মস্তুল ও পিংক সিটি এলাকায় প্রাণঘাতী দুর্ঘটনার পরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অথচ জনগণের করের টাকায় সরকার পরিচালিত হলেও সাধারণ মানুষের প্রাণের দাবিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে না।

 

এ সময়, আগামী ১ মাসের ভেতর মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ ও পুলিশ বক্স স্থাপনের দাবি জানান তারা। অন্যথায় এই সড়ক বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।