ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


কক্সবাজারে ব্যারিকেড দিয়ে সড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র উদ্ধার


২ অক্টোবর ২০২৫ ০৮:৪৯

সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া-লামা সড়কের ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে পর্যটক ও যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনায় জড়িত একটি ডাকাত দলের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বন্দুক, কার্তুজ, পাঁচটি রামদা এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

বুধবার (১ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল ফতিয়াঘোনা এলাকা থেকে ডাকাত দলের এই ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উচিতারবিল মুসলিম নগর গ্রামের মোবারক আলী (২৫), ফতিয়াঘোনা এলাকার ফারুক (২৭), জিসান (২৩) এবং বার্মাইয়া জসিম (২৫)।

 

এর আগে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় পর্যটকবাহী জীপ, যাত্রীবাহী টমটমসহ অন্তত পাঁচটি যানবাহন ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী ও পর্যটকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে।

 

খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে। পরে ডাকাতির ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।