ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৭শে আশ্বিন ১৪৩২


যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানী মালামাল আটক


১ অক্টোবর ২০২৫ ২১:৪৪

সংগৃহীত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আজ বুধবার (০১ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

 

অভিযানকালে বিদেশী মদ, ভারতীয় শাড়ি, থ্রী-পিস, মেলামাইন সেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩,৯৭,১৬০ টাকা (তিন লক্ষ সাতানব্বই হাজার একশত ষাট টাকা)।

 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনকল্পে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস গুদামে জমা দেওয়া হবে।