ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে, বিএনপি প্রতিরোধে প্রস্তুত-কাজী নাজমুল হোসেন তাপস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।
মিছিলটি পৌর এলাকার আলিয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে সমবায় মার্কেট প্রাঙ্গণে এসে আলোচনা সভায় পরিণত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন,আওয়ামী লীগের প্রভুরা দেশের ভেতর ও বাইরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আমরা গত ১৪ বছর ধরে এ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাই নেতাকর্মীদের বলব, এমন কিছু করবেন না যার প্রভাব ২০২৪ সালের গণঅভ্যুত্থানের উপর পড়ে। তারা সুযোগের অপেক্ষায় আছে, আমরা তাদের সেই ‘চট করে ঢুকে যাওয়া’ বন্ধ করব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, ২০১৮ সালে যেমন ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম, এবারও আপনাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য আবু সায়েদ, মো. হযরত আলী, সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সভাপতি মো. এমদাদুল বারী,পৌর যুবদলের সভাপতি মো. আলী আজম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, রাজু খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ, জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রুবেল আকরাম প্রমুখ।
প্রেরক:পিয়াল হাসান রিয়াজ,মোবাইল:০১৭৫১০৫০৫০৫