ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


‘গণঅভ্যুত্থানে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা জুলাই বিপ্লবের নায়ক’


২৮ জুলাই ২০২৫ ১৫:১৩

সংগৃহীত

গণঅভ্যুত্থানের সময় আহতদের সেবায় যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা কেবল চিকিৎসক নন, এই জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। আপনারা যেভাবে এই দুঃসময়ে সেবা দিয়েছেন, জাতি তা কোনোদিন ভুলবে না।

 

আজ সোমবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জুলাই স্মরণ আয়োজনে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যারা আহত আন্দোলনকারীদের চিকিৎসা দিয়েছেন।

 

বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, জাতির জন্য এটি গভীর বেদনাদায়ক। আমি এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।