বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টা করছেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনে বিএনপির কোনো নেতা মুচলেকা দেননি। শহীদ হয়েছেন যুবদলের ৭৯ জন ও ছাত্রদলের ১৪২ জন। পুরো বাংলাদেশ সেই সময় রাস্তায় নেমেছিল। এই আন্দোলন কোনো একক সংগঠনের ছিল না—শিশু থেকে বৃদ্ধ, সবাই অংশ নিয়েছিলেন।