অপরিসীম ক্ষমতাই তরুণদের পথভ্রম করেছে: রাশেদ খাঁন

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচজন আটকের ঘটনা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমাসহ অনেকেই। ইতোমধ্যেই আব্দুর রাজ্জাক রিয়াদসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে কথা বলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও। দাবি করেছেন, অপরিসীম ক্ষমতাই তরুণদের পথভ্রম করেছে।