ঢাকা রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


ইস্তাম্বুলে ট্রাম্প-পুতিনকে এক টেবিলে বসাতে চান এরদোগান


২৬ জুলাই ২০২৫ ১০:৪৩

সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে চলমান আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইস্তাম্বুলে একত্রিত করতে তুরস্ক কাজ করবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

 

শুক্রবার জুমার নামাজ শেষে ইস্তাম্বুলে তিনি এই কূটনৈতিক উদ্যোগের কথা জানান।

 

এরদোগান বলেন, ‘এই সপ্তাহে পুতিন ও ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা এই দুই নেতাকে ইস্তাম্বুলে একত্রিত করতে পারি কিনা, সেই চেষ্টা করব’।

 

এর আগে বুধবার মস্কো ও কিয়েভ ইস্তাম্বুলে তৃতীয় দফার বৈঠকে বসেছিল। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পক্ষই নিজ নিজ প্রস্তাবনা বিনিময় করেছে।

 

এদিকে, দেশের প্রতিরক্ষা শিল্পের অভাবনীয় অগ্রগতি নিয়েও কথা বলেন এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত ১৭তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিরক্ষা শিল্পে আইডিইএফ যে অগ্রগতি অর্জন করেছে, তা বিশ্ব মঞ্চে একটি স্বতন্ত্র স্থান অধিকার করে আছে’।

 

 

আরও পড়ুন

ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন

ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন

তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে বড় আকারের ক্রয়াদেশ পেতে শুরু করেছি এবং সেগুলো পূর্ণ গতিতে আসছে’।

 

এরদোগান বলেন, ‘প্রতিরক্ষা শিল্পে টিকে থাকতে হলে আপনাকে প্রথমে একটি অত্যন্ত অনন্য অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আপনি সেই অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে বিশ্ব মঞ্চে এই সংগ্রামে সফলভাবে টিকে থাকা সম্ভব নয়’।

 

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন আমাদের প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা ছিল প্রায় ২০ বিলিয়ন ডলার, কিন্তু এখন তা প্রায় ৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আশা করি, আমরা আরও শক্তিশালী হব’।

 

উল্লেখ্য, মঙ্গলবার শুরু হওয়া ছয় দিনব্যাপী আইডিইএফ প্রতিরক্ষা মেলার ১৭তম আসরটি ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ওয়াও হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশনের সহায়তায় কেএফএ ফেয়ার্স এই মেলার আয়োজন করেছে। আনাদোলু এই আয়োজনের বৈশ্বিক যোগাযোগ সহযোগী হিসেবে কাজ করছে।

 

সূত্র: আনাদোলু