সরকার বলছে, এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় নিহত ২৯, হাসপাতালে ৬৮

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২৯ বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও ৬৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃতের সবশেষ সংখ্যা জানানো হয় ৩১। এরপর রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নাফি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়।
সরকারি অনুসন্ধানে হাসপাতালগুলোর যে তথ্য তুলে ধরা হয়েছে তা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে
চিকিৎসাধীন রয়েছে ৪৪ জন, মারা গেছেন ১১ জন। সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) চিকিৎসাধীন ২১ জন, মারা গেছেন ১৫ জন। কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন – ১ জন, মারা যাননি কেউ। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন, মারা যাননি কেউ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কেউ নেই,
মারা গেছেন ১ জন। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন কেউ নেই, মারা গেছেন ১ জন। যদিও তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ জন, মারা যাননি কেউ। ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন একজন, চিকিৎসাধীন কেউ নেই।
সর্বমোট ৬৮ জন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। তবে লুবানা জেনারেল হাসপাতালের একজন মৃত্যুর বিষয়ে বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।