মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব

মাইলস্টোনের অনেক শিক্ষার্থী বিমান বিধ্বস্তে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে আহত ও মৃতের সংখ্যা জানানো হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।
গতকাল শোকাহত পরিবারগুলো, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দেখা করতে মাইলস্টোন কলেজে গিয়েছিলেন জানিয়ে প্রেস সচিব বলেন, তারা এখনও এই ভয়াবহ ঘটনার পর আতঙ্ক ও শোকের মধ্যে রয়েছেন। পুরো পরিবেশটাই ছিল বিষণ্ণ ও ক্ষুব্ধ। অনেক শিক্ষার্থী তাদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে এবং নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করেছে।
২০০২ থেকে ২০২৪ পর্যন্ত বহু বড় ধরনের দুর্ঘটনা তিনি কাছ থেকে কভার করেছেন জানিয়ে বলেন, এই অভিজ্ঞতা থেকে বলতে পারি— বাংলাদেশে প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব। সাধারণত প্রথমে পরিবারগুলো তাদের স্বজনদের খুঁজে না পেয়ে ‘নিখোঁজ’ হিসেবে জানান দেয়, পরে হাসপাতাল ও প্রশাসনের কাছ থেকে তথ্য পাওয়ার পর তারা স্বজনদের শনাক্ত করতে পারে।