ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


নির্বাচনে ষড়যন্ত্রের বিষয়ে পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী


৮ নভেম্বর ২০১৮ ০১:৪৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা হলে তা সফল হতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ নভেম্বর) গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ চলাকালে তিনি একথা বলেন।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। দেশে সংসদীয় গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগই। তাই আমরা চাই, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। এজন্য আমরা অনেক ছাড় দিচ্ছি। কিন্তু সংলাপের আড়ালে কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে সে ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অন্তত আমি বেঁচে থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দেব না।’

প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের ষড়যন্ত্রের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা যদি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চান, জনগণের অধিকারের নির্বাচন চান সেটি আলাদা কথা। কিন্তু আপনাদের যদি অন্য মতলব থাকে তাহলে সেই মতলব ঝেড়ে ফেলুন। আমি বেঁচে থাকতে সেই মতলব সফল হতে দেব না।’

এমএ