কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

একাদশ জাতীয় নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তফসিল ঘোষণা করা হবে। এ দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ওই ভাষণেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।
আজ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে বিজ্ঞপ্তিতে উলেখ্য করা হয়।
সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যেও সিইসি তফসিলের বিষয়ে বলেন, আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করি, কাল তফসিল ঘোষণা করা হবে।
সাধারণত তফসিল ঘোষণা পর ভোট পর্যন্ত ৪০-৪৫ দিন সময় লাগে। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় রেখে ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল।
আরকেএইচ