ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


দুপুরে রাজধানীতে শিবিরের গণমিছিল


৩১ জানুয়ারী ২০২৫ ১৪:১৫

সংগৃহীত

রাজধানীতে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) গণমিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাদ জুমা সংগঠনের ঢাকা মহানগরের এ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

এতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকায় ডাকা এই কর্মসূচি জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেইট থেকে শুরু হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।