ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


সাংবাদিকদের প্রশংসা করে নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট


৩১ জানুয়ারী ২০২৫ ১৪:১৪

সংগৃহীত

সাংবাদিকদের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে সাংবাদিক পরিবারের সহায়তার একটি ছবি শেয়ার দিয়ে সাংবাদিকদের প্রশংসা করেন এই উপদেষ্টা। 

 

 

ওই পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‌‘গণ-অভ্যুত্থানের প্রতিটি মুহূর্তে গণমানুষের কাছে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রামাণ্য দলিল তুলে ধরতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আমাদের নির্ভীক সাংবাদিকরা। দায়িত্বের টানে সব ঝুঁকি উপেক্ষা করে ফ্রন্টলাইনে ছিল তাঁদের সাহসী উপস্থিতি।

 

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকদের পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আগামীতেও।’