ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বোরহানউদ্দিনে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


৩০ জানুয়ারী ২০২৫ ১৮:৩২

সংগৃহীত

পুলিশই জনতা, জনতাই পুলিশ' প্রতিপাদ্য নিয়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে বুধবার বিকালে 

 

কাচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। 

 

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বক্তব্য প্রদান করেন। এসময় প্রধান অতিথি বলেন,  কুঞ্জেরহাট বাজারের ট্রাফিক ব্যবস্থা নিয়ে দিকনির্দেশনা প্রদান ও অপরাধ প্রতিরোধে  প্রতিটা ঘরে ঘরে খোঁজ নেওয়ার কথা বলেন পুলিশ সুপার। এছাড়াও  প্রযুক্তির মাধ্যমে  কাচিয়া ইউনিয়নকে জ্বীন মুক্ত করাসহ  

 

মাদক ও জুয়ারীকে কোন ছাড় দেওয়া হবে না বলেন তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতারসহ স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণসহ বোরহানউদ্দিন থানার অফিসার-ফোর্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।