ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ধরতে গেলেন মাছ, পেলেন আগ্নেয়াস্ত্র


২৩ জানুয়ারী ২০২৫ ২২:৪৫

সংগৃহীত

নোয়াখালীর চাটখিল থানার পুকুরে গোসল করতে নেমে মাছ ধরার চেষ্টা করে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ অদ্ভুত ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে থানার পুকুরে গোসল করতে নামেন থানায় কর্মরত অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলীম ইসলাম। এ সময় পুকুরের ঘাটের পশ্চিম পাশে একটি বড় মাছ দেখতে পান তিনি। মাছ ধরার জন্য সেখানে যাওয়ার পর তিনি অনুভব করেন যে, কিছু লোহার মতো বস্তু তার পায়ের সঙ্গে স্পর্শ করছে। পরে এএসআই বাছির উদ্দিনকেও ডাক দেন এবং পানির ওপরে তুলে দেখা যায় সেটি একটি চায়না রাইফেল।

 

এদিকে, গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে থানার অস্ত্রাগার লুট করা হয়েছিল। ওই সময় থেকে অস্ত্রগুলো খোঁজা হলেও, আগ্নেয়াস্ত্রটি কীভাবে পুকুরে পৌঁছেছে, এ বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়, যার মধ্যে ১১টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে তিনটি চায়না রাইফেল ছিল। উদ্ধার হওয়া চায়না রাইফেলটি কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।