ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


উর্দুভাষীদের নামে ঢালাও মামলার অভিযোগ, পাশে থাকার ঘোষণা মান্নার


২৩ জানুয়ারী ২০২৫ ১৪:২১

সংগৃহীত

ঢালাও মামলায় সারাদেশের ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী সংখ্যালগুদের হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এমন অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উর্দুভাষী বাংলাদেশিদের দুইটি সংগঠন ইএসপিওয়াইআরএম এবং এমআরডিএম। মানবন্ধনে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, উর্দুভাষীরা স্বৈরাচার সরকারের আমলে বারবার নির্যাতিত হয়েছে। বর্তমান সময়্র যদি তাদের নির্যাতিত হতে হয় এটা দুঃখজনক। 

 

মাহমুদুর রহমান মান্না বলেন, ২০১২ সাল থেকে উর্দুভাষীদের সংগঠন উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) এর সভাপতি সাদাকাত খান ফাক্কু স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। গণতন্ত্রের জন্য তিনি এবং তার সংগঠনের নেতাকর্মীদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। তাদের সাথে অবিচার না করে তাদের মানবেতর জীবনযাপন থেকে মুক্ত করতে সরকারকে সহযোগিতা করা উচিত। এসময় যেকোনো পরিস্থিতিতে উর্দুভাষীদের পাশে থাকার ঘোষণা দেন মাহমুদুর রহমান মান্না। 

 

এসময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার বলেন, আয়োজক সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু কালশিতে ৯ বিহারিকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করেছেন।তখন আমরাও তাদের সাথে রাজপথে ছিলাম। ২০১৮ সালের প্রহসনের নির্বাচনের আগে সাদাকাত খান ফাক্কু ও তার ছেলেসহ ১৭২ জন উর্দুভাষীর নামে স্বৈরাচারের দোসররা গায়েবি মামলা করেছিল। তাদের ওপর হামলা করেছিল। তাদের অফিসে তালা দেয়া হয়েছিল। এসব বিষয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছিল। এখন আবার তাদের ঢালাও মামলায় আসামি করা হচ্ছে। এটা দুঃখজনক। 

 

আয়োজক সংগঠনে ইউএসপিওয়াইআরএম এর সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, আমাদের ক্যাম্পের জায়গা দখলের জন্য সব সরকারের আমলেই আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এই সরকারের আমালেও আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

 

তিনি বলেন, ভলু ও আব্দুল কুদ্দুস শাওন নামের দুই উর্দুভাষী নেতা বর্তমানে এই ঢালাও মামলায় কারাগারে আছেন। এরমধ্যে ৩ মাস আগে মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তার ভলুর মা আজকে ইন্তেকাল করেছেন। ভলু তার মাকে মাটি দিতে পারবে কিনা সেটা আমরা জানি না। এতোদিন আমরা দেশের কথা চিন্তা করে বৃহত্তর কোনো আন্দোলনে যাইনি। উর্দুভাষীদের নামে দায়ের হওয়া এসব এসব মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে হুশিয়ারি দেন এই উর্দুভাষী নেতা। 

 

মানবন্ধনে উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট এর সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, মোহাজির রিহ্যাবিলিটেশন এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট (এমআরডিএম) এর সাধারণ সম্পাদক মেহতাব কাদেরীসহ উভয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন বিহারি ক্যাম্পের বাসিন্দারা অংশ নেন।