ঢাকা বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১


ফোন করে বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি


২২ জানুয়ারী ২০২৫ ১০:৫৯

ফাইল ফটো

ইতালির রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম  বলেন, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

 

ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে বিমান থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে বলেও জানান তিনি।

কামরুল ইসলাম জানান, বিমানবন্দর থেকে সরানো হয়েছে দুই নিরাপত্তাকর্মীকে। প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে বিমানটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই যৌথবসহিনীর দল প্রবেশ করবে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা বিমানটি ঘিরে রেখেছেন।