বোরহানউদ্দিনে সাবেক মেয়র মরহুম মিলন মিয়াকে স্মরণ করছে সাধারণ মানুষ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক সফল মেয়র ছিলেন মরহুম সাইদুল রহমান মিলন মিয়া।
তিনি ২০০২সাল থেকে ২০১১ সাল পর্যন্ত
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ছিলেন । তার কাছে ছিলনা কোন দলমত। সকলকে দিয়েছেন নাগরিক সেবা। তাই তার মৃত্যুর পরেও মরহুম মিলন মিয়াকে স্মরণ করছে বোরহানউদ্দিন পৌরসভার সাধারণ মানুষ।
গত শনিবার (১৮ জানুয়ারি) বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় সাইদুর রহমান মিলন মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম
সম্মাননা স্মারক প্রদান করেন।
বোরহানউদ্দিনে বিএনপির জন্য বিশেষ অবদান রাখায়
সাইদুর রহমান মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর ও ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওনের হাতে তুলে দেওয়া হয় পিতার সম্মাননা স্মারক।
এসময় উপস্থিত নেতাকর্মীরাও
মিলন মিয়াকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তবে দলমত সকলের প্রিয় ব্যক্তি ছিলেন মরহুম সাইদুল রহমান মিলন মিয়া। ২০২৪ সালের ৪ জুলাই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো উপজেলায় নামে শোকের ছায়া।
তবে মিলন মিয়ার মৃত্যু হলেও তার আদর্শে বড় হয়েছে তার বড় ছেলে মেহেদী হাসান সাগর ও ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওন। বাবার মতই পৌর সভার সাধারন মানুষের বিপদে ঝাপিয়ে পড়েন তারা। তার দুই ছেলের মাঝে দেখাযায় মরহুম মিলন মিয়াকে।