ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


আরাকান আর্মির কবল থেকে মুক্ত পণ্যবাহী দুই জাহাজ


২০ জানুয়ারী ২০২৫ ১৬:১২

সংগৃহীত

মিয়ানমার থেকে টেকনাফে আসার পথে আটকে দেয়া পণ্যবাহী ৪টি কার্গো বোটের মধ্যে ২টি ছেড়ে দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

 

সোমবার সকাল ১০টায় কার্গো দুটি নাফ নদের নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দেয়। বাকি বোটগুলো এখনও সেখানে রয়েছে।  

 

 

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটকে দেয় আরাকান আর্মি। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। 

 

 

এসব তথ্য জানিয়ে টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সকালে আটক কার্গো বোটের ২টি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। ইতিমধ্য একটি স্থলবন্দর ঘাটে পৌছেছে। বাকিদের বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।