ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের জেল,ড্রেজার ও সরঞ্জামাদী ধ্বংস 


১৬ জানুয়ারী ২০২৫ ২০:২৭

নিজস্ব ফুটেজ

শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীতে বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাত জনকে পৃথক মেয়াদে জেল ও ১২টি মিনি ড্রেজারসহ বালু উত্তোলনে ব্যবহৃত অসংখ্য সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন । এসময় ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন অভিযানে অংশ নেন।

অভিযানকালে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাঁও গ্রামের মবিনুর আলম (৩৬), নজরুল ইসলাম (৩৮) ও শাহজাজান মিয়া (৩৫), নন্নী গ্রামের বিল্লাল হোসেন (৪২),ও হাশমত আলী (৪৬), আন্ধারুপাড়া গ্রামের অনিল (৩১) এবং শেরপুর সদর উপজেলার কালিবাড়ি বাজারের সুরেশ চন্দ্র দাস (৪১) কে আটক করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের মধ্যে শাহজাহান ও অনিলকে ৩ মাসের এবং বাকী ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার, ৯টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।