ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহত


১৫ জানুয়ারী ২০২৫ ০৯:৩৩

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় রাবেয়া আক্তার (২২) নামে এক মহিলা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ক্যাম্প -১ এর সড়কে মোটরসাইকেলের পেছনে  ডাম্পারের ধাক্কায় তিনি নিহত হন। 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। 

নিহত রাবেয়া আক্তার (২২) কোটবাজার এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি মুক্তি কক্সবাজার নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফ হোসাইন জানান, অফিস শেষ করে রাবেয়া তার স্বামীর সাথে মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন, এসময় ডাম্পারের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে তিনি নিহত হন। এসময় আঘাত প্রাপ্ত হয় তার স্বামীও। 

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।