ঢাকা রবিবার, ২৬শে জানুয়ারী ২০২৫, ১৪ই মাঘ ১৪৩১


২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ


২ ডিসেম্বর ২০২৪ ১৬:৪২

ফাইল ফটো

আগামী ২ মার্চ হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে চলছে খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ।

 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে অন্যান্য কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে।

 

২০২১ সালে হালনাগাদের পর প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটার বেড়ে দাঁড়িয়েছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। সে সময় হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। আর নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।