ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


রাজধানীর উত্তরায় ট্রেনের ৩ বগি লাইনচ্যুত


২৫ নভেম্বর ২০২৪ ১২:১৮

ফাইল ফটো

রাজধানীর আজমপুরে একটি পণ্যবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

 

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় এ দুর্ঘটনা হয় বলে জানা গেছে।

 

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সকালে আজমপুরে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়নি। কিন্তু কিছু বিলম্ব হচ্ছে।

 

তবে তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’