ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


হাওয়ার সঙ্গে এ কেমন বর্বরতা!


১ নভেম্বর ২০১৮ ০৩:০৪

গৃহকর্মী  হাওয়া

রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে গৃহকর্তা ও গৃহকর্তীর নির্যাতনের শিকার হয়ে হাওয়া (১৪) নামে এক গৃহকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হয়েছে। এই ঘটনায় গৃহকর্তা শরিফ চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ অক্টোবর) বেলা ২টায় খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে বিকালে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন।
খিলগাঁওথানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, আমরা যখন মেয়েটিকে উদ্ধার করতে শরীফ চৌধুরীর বাসায় যাই আমাদের দেখে শরীফ চৌধুরী অনেক ক্ষমতা দেখায়। নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করে।পড়ে এক পর্যায়ে নির্যাতিতা হাওয়াকে আমাদের সামনে হাজির করে।

গৃহকর্মী ফুপাতো বোন সাহানাজ জানান, গত ৪ মাস আগে ওই শরিফ চৌধুরীর বাসায় হাওয়াকে প্রতি মাসে ৫হাজার টাকা বেতনে কাজের জন্য দেওয়া হয়। তার পরথেকে আমারা হাওয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা আমাদের দেখা করতে দেয়নি। চার মাস পেরিয়ে গেলেও আমার তার সাথে দেখা করতে না পেরে, খিলগাঁও থানার পুলিশের শরণাপন্ন হই।পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে হাওয়াকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। হাওয়ার শরীর থেকে পা পর্যন্ত পুরাতন নির্যাতনের আঘাতের চিহ্ন।হাসপাতালে এসে হাওয়া অঝোরে কাঁদতে থাকে। তার সাথে কথা বলতে গেলে সে নিজেই জানান কোন কাজের ভুল হলে তাকে রড দিয়ে পেটানো হতো।রুটিবানানো বেলুন দিয়ে আমাকে পেটাতো ঘুম থেকে উঠা দেরি হলে গৃহ কর্তি জান্নাতুন নাইমা আমাকে ব্যাপক মারধর করতো।

নির্যাতনের শিকার হাওয়া কিশোরগঞ্জ তারাইল উপজেলারর নগরকুল উপজেলার শুনো মিয়ার মেয়ে।৩ভাই১বোনের মধ্যে ৪ সেসবার বড়। বর্তমানে খিলগাঁও দক্ষিন বনশ্রী ব্লক ই রোড ৮/২ এর ৪৩ নং বাড়ীর ৬ তলায় শরিফ চৌধুরীর বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতো।