দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তাকে বহনকারী কাতারের আমিরের দেয়া এয়ার এম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি পৃথক একটি গাড়িতে উঠে হ্যাঙ্গার গেট দিয়ে বের হয়ে বাসভবন গুলশানের দিকে রওনা হন।
বিমানবন্দরে নামার পর বেগম জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কড়া নিরাপত্তার সাথে তিনি বিমানবন্দর থেকে বের হন। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ছাড়াও তার নিরাপত্তায় সিএসএফ সদস্যরাও ছিলেন।
খালেদা জিয়ার গাড়ির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ও গাড়িবহরও ছিল। পুলিশ, র্যাবের বিশেষ কর্ডন লক্ষ করা যায়।