ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ভোটের ট্রেনে ইসি


৩১ অক্টোবর ২০১৮ ১৫:১২

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৮ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশনও (ইসি) বিষয়টি আমলে নিয়ে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

ডিসেম্বরের শেষভাগে ভোটগ্রহণের লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা নিয়ে আগামী শনিবার কমিশন সভা আহ্বান করা হয়েছে।
তফসিল ঘোষণা আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করব। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের অবস্থান জানানো হবে। এ ছাড়া তিনি যা জানতে চাইবেন, সে সব বিষয়েও জানাব।

এদিকে কবে তফসিল ঘোষণা ও কবে ভোটগ্রহণ হবে তা শনিবারের কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, শনিবার ভোটের প্রস্তুতি নিয়ে কমিশনসভা আহ্বান করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিলও নির্বাচনী প্রস্তুতির অংশ।

ইসি কর্মকর্তারা জানান, সময় হিসাব করেই ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। তফসিল ঘোষণা পূর্ববর্তী কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তফসিল পরবর্তী কাজগুলো সম্পন্নের সময়সীমাও চূড়ান্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে মোখলেসুর রহমান জানান, তফসিলের আগে আমাদের নেওয়া সব প্রস্তুতি বাস্তবায়নের সুবিধার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের সহযোগিতার জন্যই এ আন্তঃমন্ত্রণালয় সভা।

তিনি আরো বলেন, সভায় ভোটকেন্দ্রের প্রয়োজনীয় সংস্কার, মালামাল পরিবহন, পরীক্ষার সময়সূচি পর্যালোচনা, ঋণখেলাপির তথ্য, আগাম প্রচার সামগ্রী অপসারণ, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় তুলে ধরা হবে।
বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার; পার্বত্য দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার পদক্ষেপ, নির্বাচনী প্রচার, পর্যবেক্ষক নিয়োগ, পোস্টাল ব্যালটে ভোটদানে সহায়তা, নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাহী হাকিম নিয়োগ, বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা, আবহাওয়ার পূর্বাভাস, আগাম প্রচারণা সামগ্রী অপসারণ ও বিবিধ বিষয়।

বৈঠকে যেসব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর মহাব্যবস্থাপক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বা তদূর্ধ্ব কর্মকর্তারা।

ডিসেম্বরের শেষভাগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে নভেম্বরের ৪ তারিখ তফসিল ঘোষণা করা হতে পারে।

এসএমএন