ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল আটক


৯ জুলাই ২০২৪ ১৮:২২

ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। তাঁকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

হালুয়াঘাট উপজেলার এক কিশোরীর মা এই অভিযোগ করেন।

 

 

ওসি বলেন, ইসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হলেও এখন জানা যাচ্ছে ভুক্তভোগী তরুণী  ইসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন‍্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদি তিনি বিয়ের ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে। তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।