ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বেড়েছে আওয়ামী লীগের আয় ও ব্যয়


২৭ জুন ২০২৪ ১৪:৪০

ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন কমিশনে তাদের দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। সেখানে দেখা গেছে, গত এক বছরে দলটির আয় ও ব্যয় উভয়টিই আগের বছরের তুলনায় বেড়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচনে কমিশনে আর্থিক বিবরণীর হিসাব জমা দেয়।

বিবরণী অনুযায়ী, ২০২৩ সালে দলটির ব্যয় হয়েছে নয় কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা এবং আয় ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা।

২০২২ সালে দলটির আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছিল সাত কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর আওয়ামী লীগ যে ২৭ কোটি টাকা আয় করেছে, তার মধ্যে ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা এসেছে কেবল মনোনয়ন ফরম বেচে। অন্যান্য ফরম বেচে এসেছে ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা। মাসিক চাঁদা বাবদ আয় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। মেঘনা ব্যাংক অনুদান হিসেবে দিয়েছে ১ কোটি ১ লাখ টাকা।

নির্বাচন কমিশনে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকাবছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে, তার নিবন্ধন বাতিল করতে পারে ইসি।