ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে


১ এপ্রিল ২০২৪ ১৫:৩৪

সংগৃহীত

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সভায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য দেন।

তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ ২১ মে।

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়নপত্র অনলাইনে জমা দেবে। একইসঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

সারাদেশে সর্বমোট উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

এরই অংশ হিসেবে আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ২১ মার্চ প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

এছাড়া আগামী ২৯ মে তৃতীয় ধাপে এবং ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে।

নতুনসময়/এএম


দ্বিতীয় ধাপ, উপজেলা পরিষদ, নির্বাচন, কমিশন