ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ


৩১ মার্চ ২০২৪ ২২:৫৫

সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-কলেজ ও মাদরাসায় ৯৬ হাজার ৭৩৬ পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

রোববার (৩১ মার্চ) বিকেলে পঞ্চম এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১৭ এপ্রিল থেকে আবদেন করতে পারবেন প্রার্থীরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ ছাড়া মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ জন শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ।

এর আগে ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়।

পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। ২৫ মার্চ সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়।

নতুনসময়/এএম


শিক্ষক নিয়োগ, গণবিজ্ঞপ্তি, এনটিআরসিএ, এমপিওভুক্ত, শিক্ষাপ্রতিষ্ঠান