ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত তালতলী


২৭ অক্টোবর ২০১৮ ০১:৩০

বরগুনার তালতলীতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে তালতলীতে। বরগুনায় ২১টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করতে শনিবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনায় যাচ্ছেন।

বরগুনা সদর হাসপাপুলিশ তালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বামনা ও বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন, জেলা গ্রন্থাগার, জেলা লাইনে মহিলা ব্যারাক, আমতলী ইউনুস আলী খান ডিগ্রি কলেজের চতুর্থ তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণসহ ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

এদিন বিকেল ৩টায় বরগুনা জেলার তালতলী উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এগুলো উদ্বোধন করবেন।

সর্বশেষ ২০১৩ সালের ১৯ নভেম্বর তালতলীতে একই মাঠে জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বরগুনা জেলার সর্বত্র বইছে উৎসবের আমেজ।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর যাতে ফলপ্রসূ হয় সেজন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।

এমএ