ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


পোস্তগোলা ব্রিজে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১


২৬ অক্টোবর ২০১৮ ১৮:৫৬

ছবি সংগৃহীত

টোল বাড়ানোকে কেন্দ্র করে রাজধানীর উপকণ্ঠে পোস্তগোলা ব্রিজে বিক্ষোভরত পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন এক পুলিশ সদস্য।

টোলের বাড়ানো নিয়ে অসন্তুষ্ট পরিবহন শ্রমিকরা শুক্রবার সকালে পোস্তগোলা ব্রিজের টোল প্লাজায় কর্মরতদের সঙ্গে ট্রাক শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ এ সংঘর্ষ থামাতে গেলে তাদের ওপর চড়াও হয় শ্রমিকরা।

শ্রমিকরা সেতুর কেরানীগঞ্জ প্রান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন তারা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রবার বুলেট ছুড়ছে। প্রায় ৪ ঘণ্টা শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষের পর পোস্তগোলা ব্রিজে যানচলাচল শুরু হয়।

এ ঘটনার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে টোল আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত হলে দুপুর ১২টার দিক থেকে যানচলাচল শুরু হয় এই সেতুতে।

তবে এখনও পোস্তগোলা ব্রিজ এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শ্রমিকরাও অবস্থান নিয়ে আছেন ওই এলাকায়।

আরকেএইচ