ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৫, ১০ই আশ্বিন ১৪৩২


প্রার্থিতা হারালেন আওয়ামী লীগ প্রার্থী এনামুল


১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৩

সংগৃহিত

যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নির্বাচন কমিশন নামঞ্জুর করেছেন। ঋণখেলাপির অভিযোগে এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দেন।

অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন।

এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায়ও আপিল করেছিলেন।

তবে ইসির এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন এনামুল হক বাবুল।

নতুনসময়/আইএ