ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার সিম ব্যবহারকারী


১৯ এপ্রিল ২০২৩ ২৩:১২

ঈদুল ফিতর উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী ঢাকা থেকে গ্রামে বা অন্য কোনো শহরে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন তারা।

এদের মধ্যে মঙ্গলবার (১৮ এপ্রিল) ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানান। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়ে না।

মন্ত্রী তার স্ট্যাটাসে চারটি সিম ব্যবহারকারীদের তথ্য দিয়েছেন। গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি।

ওই স্ট্যাটাস বিশ্লেষণ করে দেখা যায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম ব্যবহারকারী। এ সময় ঢাকায় এসেছে ছয় লাখ ৬৭ হাজার ৭৮৩ জন।

আইকে