পিছিয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষা

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও, সেটি এক মাস পিছিয়ে যাচ্ছে। সিলেবাস শেষ না হওয়ায় এই সিদ্ধান্ত শিক্ষাবোর্ডগুলোর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী আগস্টে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তারই আলোকে নির্বাচনি পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা জানতে পেরেছি কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠ্যসূচি শেষ করতে পারেনি। সবকিছু বিবেচনা করে জুলাইয়ের পরিবর্তে আগস্টে এইচএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা আছে।
তিনি আরও বলেন, বোর্ডগুলোর পক্ষ থেকে আগস্টে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জানানো হয়েছে। এখন শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আইকে