ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


রমজানের পবিত্রতা নষ্ট করেছে বিএনপির কর্মসূচি : তথ্যমন্ত্রী


৩ এপ্রিল ২০২৩ ০২:০৮

ফাইল ছবি

বিএনপির কর্মসূচি নিঃসন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা কখনও শুনিনি ও দেখিও নাই রমজানের মধ্যে রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ করে। এখন রমজানেও বিএনপি মানুষকে নিস্তার দিচ্ছে না।

তিনি বলেন, বিএনপি ইসলামের কথা বলে, অথচ রমজানের পবিত্রতা নষ্ট করছে। রমাজানে তাদের কর্মসূচি দুঃখজনক।

হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতিই হচ্ছে সহিংসতার রাজনীতি। তারা অতীতে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে।

তিনি বলেন, প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচার চালানো অপরাধ, এ জন্য মামলাও হতে পারে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, একজন দিনমজুরের বক্তব্য দিয়ে ছাপানো হয়েছে, ‘স্বাধীনতা দিয়ে কী হবে, যদি খাইতে না পারি’। এভাবে স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে। তারা (প্রথম আলো) এখন পর্যন্ত ক্ষমা চায়নি।