ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


জা‌তিসং‌ঘে একাত্তরের গণহত্যার ওপর আলোকচিত্র প্রদর্শনী


৩০ মার্চ ২০২৩ ১৯:০৩

১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার ওপর প্রথমবারের মতো জাতিসংঘ সদর দপ্তরে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

স্থায়ী মিশন জানায়, মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করে নিউইয়র্কস্থ জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন।

ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে ২৭টি আলোকচিত্র সংগ্রহ করে ১৯৭১ সালের গণহত্যার ওপর এক বিস্তারিত উপাখ্যান উপস্থাপন করা হয়েছে প্রদর্শনীতে। এটি আগামীকাল শুক্রবার (৩১মার্চ) পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

পররাষ্ট্রসচিব বলেন, জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এই প্রদর্শনী ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অব্যাহত প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ।

এ প্রদর্শনীটি সফলভাবে আয়োজন করতে আন্তরিকভাবে সহায়তার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্রস‌চিব।

আইকে