ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


বিএনপিকে অনানুষ্ঠানিক বৈঠকের জন্য চিঠি পাঠানোতে সরকারের সংশ্লিষ্টতা নেই: সিইসি


২৮ মার্চ ২০২৩ ২১:২৩

সংলাপ নয়, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য বিএনপিকে চিঠি দিয়েছে ইসি। এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, এটি যদি কূটকৌশল হয়ে থাকে, তা হবে কমিশনের। কিন্তু কমিশন এমন কোনো কৌশল করবে না।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

ইসি সরকারের আজ্ঞাবহ কোনো প্রতিষ্ঠান নয় বলেও এ সময় মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

বিএনপির পক্ষ থেকে কোনো এজেন্ডা দিলে ইসি ভেবে দেখবে বলেও জানান হাবিবুল আউয়াল।

এ সময় গাইবান্ধা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গাইবান্ধায় অভিযুক্ত ১৩৪ জনের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও পদক্ষেপ নেবে ইসি।

আইকে