ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


প্রধানমন্ত্রীর ডাকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান


২৭ মার্চ ২০২৩ ২১:৫২

বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চীন শাখা আয়োজিত আলোচনা সভার বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সকলকে গরীব দুখী মানুষের পাশে দাঁড়াতে হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চীনের গুয়াংজুতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বৃহত্তর চীন শাখার সভাপতি যাদব দেবনাথ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তরুন কান্তি দাশ, উপদেষ্টা ফরিদ উদ্দীন, উপদেষ্টা ওয়ালিউর রহমান ওলি, সিনিয়র সহ-সভাপতি মহসিন ইমাম চৌধুরী রুনু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সহ-সভাপতি শিশির রায়হানসহ অনেকেই।

সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিক্রিয়াশীল চক্র চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। সকল অপশক্তি প্রতিহত করতে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা।

আইকে