ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


এ বছর পুলিশ র‌্যাব বিজিবির ইফতার মাহফিল হচ্ছে না


২৭ মার্চ ২০২৩ ২১:৪৪

প্রধানমন্ত্রী ঘোষিত ইফতার মাহফিল না করে কৃচ্ছতা সাধনের নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার রাতে পুলিশের সহকারী মহাপরিদর্শক মো. মনজুর রহমান এ তথ্য জানান। এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব এবং বিজিবিও তাদের ইফতার আয়োজন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ইফতার মাহফিল না করে কৃচ্ছতা সাধনের নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামী ২৯ মার্চ বাংলাদেশ পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে র‌্যাবের পক্ষ থেকেও এ বছরের ইফতার মাহফিল হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামী মঙ্গলবার বিজিবি সদরদপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া ইফতার মাহফিলও স্থগিত করা হয়েছে।

শনিবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইফতার মাহফিলের আয়োজন না করে সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইকে