ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


এবার গণভবনে হচ্ছে না ইফতার পার্টি


২৪ মার্চ ২০২৩ ০৫:৫১

এবারের রমজানে গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে সরকারপ্রধান এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ের নীতি অবলম্বন করেছেন, তারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না।

তবে আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ইফতারও সাদামাটা রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান উপ-প্রেসসচিব।

আইকে