ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


ঢাকায় খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান


২৩ মার্চ ২০২৩ ০৩:৫৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছেন।

 গতকাল মঙ্গলবার (২১ মার্চ) মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। পরে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেন।

পুরো রমজান মাস তিনি ঢাকায় থেকে শাশুড়ি বেগম খালেদা জিয়ার দেখাশোনা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য সর্বশেষ ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। কিছুদিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ জানুয়ারি দেশ ত্যাগ করেন শর্মিলা রহমান সিঁথি।

আইকে