ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ইন্টারপোলের রেড নোটিশের খবরে আরাভ খানের খোলা চিঠি


২১ মার্চ ২০২৩ ০৭:০৫

ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার খবরে ন্যায় বিচার চেয়ে ফেসবুকে খোলা চিঠি দিয়েছেন দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান।

সোমবার (২০ মার্চ) রাত ৯টার পর ফেসবুকে ‘খোলা চিঠি বাংলাদেশ’ শিরোনামে তিনি একটি পোস্ট করেন।

ওই পোস্টে আরাভ খান ওরফে রবিউল ইসলাম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সর্বদাই আমার দোয়া থাকবে আপনাদের ওপর। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমি বাঁচি আর না বাঁচি এই কথা আমার মনে থাকবে। জানি না আমার জীবনে আমি জেনে, না জেনে যে ভুলগুলো করেছি, আপনারা যারা আমার পাড়া-প্রতিবেশী এবং আমাকে যারা চেনেন, কারও সঙ্গে আমার কোনো অন্যায় হয়ে থাকলে মাফ করে দেবেন।’

তিনি আরও লিখেছেন, ‘দেশবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি জানি না, কাল আমার সঙ্গে কী হবে। কিন্তু আমি চাই ন্যায় বিচার, সেটা হয়তো বা সম্ভব না। যাই হোক, আল্লাহ একজন আছেন। এই বিচার আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম।’

এর আগে, দুপুরে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। তিনি ভারতীয় পাসপোর্টের মাধ্যমে দুবাই গেছেন।

জানা যায়, গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় তার বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা গেছে ৯টি। মামলার সংখ্যা আরও বেশি। আরাভ বেশ কয়েকটি বিয়েও করেছেন। গ্রামে প্রচার রয়েছে, তার বিয়ের সংখ্যা অন্তত ২০টি।

আইকে