ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


রোজাদারদের সম্মানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বলেলেন জি এম কাদের


১৪ মার্চ ২০২৩ ১৯:৩৮

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের।

সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, দ্রব্যমূল্য ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মধ্যে চাপা হাহাকার বিরাজ করছে। অর্থের অভাবে সাধারণ মানুষ বাজার করতে পারছে না, এমনকি চিকিৎসা নিতে পারছে না। এমন অবস্থায়, আগত রমজান মাসে রোজাদারদের প্রতি সম্মান দেখিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

আইকে