ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


বান্দরবানে কেএনএ’র গুলিতে সেনাসদস্য নিহত, আহত ২


১৪ মার্চ ২০২৩ ০০:৫২

বান্দরবানের রুয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর টহল দলের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে নিহত হয়েছেন একজন সেনাসদস্য। এসময় আহত হয়েছেন দুই সেনাসদস্য।

নিহত সেনাসদস্যের নাম মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন। আহত দুই সেনাসদস্য বর্তমানে চিকিৎসাধীন।

সোমবার (১৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস-২০২৩ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে একটি দল যায়। তাদের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

উল্লেখ্য, নিহত নাজিম উদ্দিন ৩০ বছর ধরে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

আইকে